Photo By: Photo Boards | Unsplash

অধিঠোঁটে ঝিরিঝিরি

চোখে শুয়ে আছে বিভ্রম – আমার শাশুড়ি রাত – উঁকিঝুকিতে ঘোমটা টানেন।
দিনও যেন তার ভাসঠাকুর। সুইচ টিপে জ্বেলে দেন ধাত্রীনাচ আঁধার। ভিগরাজের
পরিবর্তে আজ ডিনারপ্লেটে হেসে উঠছে মারদাঙ্গা রেসিপি। আমার একমাত্র বউ
আফিম – কিচেন থেকে বেরিয়ে এসে শাঁ শাঁ… সম্রাজ্ঞীর হাতে বাঘের চোখভর্তা –
তিনিই রেঁধেছেন। পামরিগন্ধে আমার শরীরে ছড়িয়ে দিলেন জ্যাকসন ফ্লেভার।

আমি মাতাল বীণবাদক, সাপুড়ের অধিঠোঁটে দেহভর্তি বাজাই হিসহাস ফিসফাস।
আর আমাদের ছেলে ধুলো, মেয়ে বালি – নাচতে লাগে পায়ের নিচে বরিকপতনের
ঝিরিঝিরি নিয়ে।

>++
>++
>++
©লেখক: অরবিন্দ চক্রবর্তী। কবিতাটি “ছায়া কর্মশালা” (প্রকাশক: কবি প্রকাশনী, ফেব্রুয়ারি ২০১৩)
কাব্যগ্রন্থ থেকে পুনঃপ্রকাশিত হলো।

Loading

জন্ম : ১৯৮৬ সালের ১১ আগস্ট; রায়পাড়া সদরদী, ভাঙ্গা, ফরিদপুর। বর্তমানে ঢাকায় বসবাস। প্রকাশিত কবিতার বই : ছায়া কর্মশালা [২০১৩], সারামুখে ব্যান্ডেজ [২০১৬], নাচুকের মশলা [২০১৮], রাত্রির রং বিবাহ [২০১৯], অতিচল্লিশ ইন্দ্রিয়দোষ [২০২০], ছিটমহলচিহ্নিত [২০২০], ভেতরিন লুকিয়ে হলে সঙ্গে [২০২১], হরিণের গায়ে চারপাশ [২০২১], অ্যাকোস্টিক শরীর সুতরাং গিটারপূর্ণ এবং ফুর্তি অর্গ্যানিক [২০২২] সম্পাদিত গ্রন্থ : দ্বিতীয় দশকের কবিতা [প্রথম সংস্করণ ২০১৬; দ্বিতীয় সংস্করণ ২০২২], অখণ্ড বাংলার দ্বিতীয় দশকের কবিতা [২০১৬], একজন উজ্জ্বল মাছ বিনয় মজুমদার [২০১৯], বাংলাদেশের শ্রেষ্ঠকবিতা [২০২০] সম্পাদক : বাংলা ভাষা ও সংস্কৃতির পত্রিকা 'মাদুলি' [২০০৯―] অর্জন : মাহবুবুল হক শাকিল পুরস্কার-২০২০ ঐহিক তপতী চ্যাটার্জি সম্মাননা-২০২০ মোবাইল : ০১৮৫২০৪৬০২৮, ০১৭৫৭১৫০৬২৫ ইমেইল : [email protected]

11 Comments

  1. দারুণ তো! কবিতার নেশাতুর ভাবটা বেশ লাগলো! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবি!

Leave a Reply

Skip to toolbar