অস্কার মনোনায়নে ১০ টি বিভাগে এগিয়ে আছে ‘মান্‌ক’

অস্কার মনোনায়নে ১০ টি বিভাগে এগিয়ে আছে ‘মান্‌ক’

অস্কার মনোনায়নের বাছাই দৌঁড়ে এবছরে সবচেয়ে এগিয়ে ডেভিড ফিঞ্চারের ছবি ‘মান্‌ক’।

৯৩ তম একাডেমি পুরস্কারের জন্য অন্তত ১০ টি বিভাগে মনোনীত হয়েছে এই চলচ্চিত্র।

সেরা পরিচালকের দৌঁড়ে ফিঞ্চারের সঙ্গে শোনা যাচ্ছে ক্লোয়ি ঝাও এবং এমারেল্ড ফেনেল—এই দুই নারী নির্মাতার নাম।

সেরা সিনেমার তালিকায় ৮টি নাম এসেছে। মান্‌কের পর অন্য সিনেমাগুলো—ফেনেলের ‘প্রমিজিং ইয়াং ওমেন’ ; ঝাওয়ের ‘নোম্যাডল্যান্ড’। এছাড়া “জুডাস এন্ড দ্যা ব্লাক মেসিয়া”; “সাউন্ড অব মেটাল”; “মিনারি”, “দ্যা ট্রায়েল অব দ্যা শিকাগো সেভেন” এবং “দ্যা ফাদার”।

মান্ক‌ ছবির পরিচালক ডেভিড ফিঞ্চার

সেরা পরিচালকের তালিকায় এগিয়ে আছে প্রথম এশীয় নারী-নির্মাতা ক্লোয়ি ঝাও। এর আগে মাত্র ৫ জন নারী-নির্মাতা এ পর্যন্ত অস্কারের জন্য মনোনীত হয়েছেন। সেরা সম্পাদনা ও প্রযোজনা হিসাবেও ঝাও এর ছবির নাম শোনা যাচ্ছে।

এবার বিভিন্ন ক্ষেত্রে মনোনীতদের তালিকায় অনেকেই আছেন যাঁরা পশ্চিমা দুনিয়ার সাদা রেইসের মানুষ নন। এবারের বাছাইকৃতদের মধ্যে বিচিত্র ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা এই মানুষদের তালিকাটি অনেকেরই আলোচনার বিষয় হয়ে উঠেছে। এঁদের মধ্যে আছেন,  ‘মা রেইনিজ ব্লাক বটম’ এর নায়ক চ্যাডউইক বসম্যান; ‘সাউন্ড অব মেটালে’র রিজ আহমেদ; ‘মিনারি’র স্টিভেন ইউন; ‘জুডাস এন্ড দ্যা ব্লাক মেসিয়া’র ডেনিয়েল কালুয়া ও ল্যাকিথ স্ট্যানফিল্ড; ‘ওয়ান নাইট ইন মিয়ামি’-র লেজলি ওডম জুনিয়ার; ‘মা রেইনিজ ব্লাক বটম’-র ভায়োলা ডেভিস;  ‘দ্যা পিপল ভার্সাস বিলি হলিডে’র এ্যান্ড্রা দে; এবং’ মিনারি’র উ জং উন।

সেরা অভিনেত্রীর দৌঁড়ে এগিয়ে আছেন ক্যারি মুলিগ্যান; ফ্রান্সিস ম্যাকডরম্যান্ড;ভ্যানেসা কিরবি প্রমুখ।

লন্ডন থেকে মনোনীতদের নাম প্রকাশ করেন উপস্থাপক নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

করোনার কারণে বর্নাঢ্য অনুষ্ঠানটি  লস এঞ্জেলসের ডলবি থিয়েটার থেকে সরাসরি টেলিভিশনে প্রচার করা হবে আগামী ২৫শে এপ্রিল।

তুলট ডেস্ক।

ছবিসূত্র:
Greg in Hollywood (Greg Hernandez), CC BY 2.0 <https://creativecommons.org/licenses/by/2.0>, via Wikimedia Commons

Elen Nivrae from Paris, France, CC BY 2.0, via Wikimedia Commons

Loading

7 Comments

  1. চমৎকার উপস্থাপন

  2. চমৎকার লেখনিতে মুগ্ধ প্রিয় কবি। শুভসন্ধ‍্যা।

  3. শুভ কামনা প্রিয় তুলট এর সাথে থাকুন ❤ ❤ ❤

  4. Great News..Thanks for sharing.

  5. অভিনন্দন

  6. অভিনন্দন রইল।

  7. অস্কার থেকে কবে বর্নবাদ দূর হবে!

Leave a Reply

Skip to toolbar