
আটপৌরে
যেভাবে শরীর গুটিয়ে বাঁচো
মনে হয় জনপদে নয়, তুমি আছো সাপের গর্তে কোনও!
পরগাছা দিয়ে ভরে গেছে আঙিনা
শামুক হেঁটে আসে বুকে ভর দিয়ে-
বাঁচার জন্য তোমার সমস্ত আয়োজন
নগরনয়েজে ময়লা হয়ে আছে;
সন্ধ্যায় চায়ের টেবিলে জুড়ায়
অস্তিত্বের সঙ্কোচ!
যেভাবে পা ফেলতেছো এখন
মনে হয় গল্পের বুড়ি এসে
কাঁটা পুতে রেখে গেছে রাস্তায়!
ঘাড় গুজে বাজারে ঢোকো কেনো?
পৃথিবীকে মুখ দেখাতে গ্লানি?
ফুলপ্রীতি, ভুলে গেছো হয়তো;
কি নিয়ে ফিরছো ঘরে? তেল চালে ওজনের গাফিলতি?
মেয়ের জন্য বাইন্ডিং করা খাতা?
©লেখক: সাজ্জাদ সাঈফ। কবিতাটি ‘মায়ার মলাট’ (জেব্রাক্রসিং প্রকাশনী, ২০১৯)
কাব্যগ্রন্থটি থেকে প্রকাশিত হলো।
5 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
হৈমন্তীকা
চমৎকার
SHABBIR AHAMED
কবি অনেক শুভকামনা ও অভিনন্দন জানাই
SHABBIR AHAMED
সকলকে অনেক শুভেচছা ও অভিনন্দন জানাই
আনোয়ার পারভেজ নূর শিশির
আটপৌরে জীবনের সংকীর্ণ দিনলিপিতে লেখা হয় ধুলোর কাব্য…
Musahid Ali
খুব সুন্দর