খালি আন্দার আর আন্দার
হামাগোরে জন্যি কি থুয়ে যাচ্চো বার্যা
খালি হাত আর পাও লিয়ে কদ্দুর আর দৌড়োমু
ইংকে খালি হাত লিয়ে তালি বাজালে
হামরা তো মানসের কাছে কদি লাত্থিই খামু
যেদিক দিয়ে হাঁটপের যামু
সেদিকে খালি উষ্টোই খামু
হামাগেরে জন্যি কি থুয়ে যাচ্চো বার্যা
এনা ভিউও তো থুয়ে যাচ্চো না
যেটি এনা করলের আবাদ করে খামু
দুডে গরু লিয়ে মই দিমু
ধান লাগামু, আলু লাগামু
যেডে লিয়ে ট্রাকোত করে
কারওয়ান বাজারোত খ্যাপ মার্যা আসমু
হামাগোরে জন্যি কি থুয়ে যাচ্চো বার্যা
এনা হাঁটার জাগাও থুয়ে যাচ্চো না
এনা সুল্টিও থুয়ে যাচ্চো না
যে সুল্টি দিয়ে হামরা বার্যা বার হমু-
হামাগোরে সোল পোল
এনা হাওয়া খাব্যার জন্যি বার হবি
হামাগোরোক ইংকেই বেন্নে বান্যা থুয়ে যাচ্চো
হামাগোরোক দেকলেই মানসে মুখের উপর ছ্যাঁপ ছিটেপি
মানসেরা গুঁইসাপের লাগানতি আচরণ করবি
হামাগোরে জন্যি কি থুয়ে যাচ্চো বার্যা
লদীর এত বড় বড় আফাল ক্যাং কর্যা সামলামু
ঝরি আসলে কুন্টি মাথা লুকোমু
হামাগোরে তো ছাদ নাই
খেরির ঘরটাও খেড় দিয়ে ছাওয়া নাই
হামরা লিত্তিদিনই ওদোত ভিজমু?
সামনে হ্যালের সুম পড়িচ্চে
ফিনেফিনে হ্যালে দাঁতের মাড়ি লাগে আসপি
আকাশোত থাক্যা ওশ পড়বি
তখন হামরা লিজেক ক্যাং করে সামলামু
নাকি হামরা লেপের মধ্যে কুকড়ি মার্যাই থাকমু?
লাড়ে দিমু না কাপড়, দিমু না লজর কুনুদিকে
হামরা জন্মই লিছি নাকি ভিউ ফাটে।
হামাগোরে জন্যি কিচ্চু খোলা নাই
খালি আন্দার আর আন্দার
হামরা না খায়্যা থাকলেও
হামাগেরে জন্যি কেউ নাই কান্দার
হামাগেরে সামনে খালি আন্দার আর আন্দার।
9 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Halima-Moly
অসাধারণ লেখনী।
Halima-Moly
অসাধারণ লেখনী।মন্তব্য করার ভাষা জানা নাই।
Ashaduzzaman-Khokon
চমৎকার
Nilufar Ghani
কবিতাটি অনেক সুন্দর। গভীর উপলব্ধিময়। তৃণমূল জনসাধারণের সুখ দু:খের অনুভূতিগুলো আঞ্চলিক ভাষায় খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। অনেক ধন্যবাদ।
জাহিদ বিন হিকমত
খুব ভালো লাগলো।
Golam Rabbani Sarker
সুন্দর লিখেছেন।
Md. Tariqul Islam
অসাধারণ উপলব্ধি। অনিন্দ্য সুন্দর অনুভূতির একটি কবিতা। খুব ভালো লাগলো।
Drako Shajib
“খালি আন্দার আর আন্দার
হামরা না খায়্যা থাকলেওহামাগেরে জন্যি কেউ নাই কান্দার
হামাগেরে সামনে খালি আন্দার আর আন্দার।” চমৎকার লিখেছেন শেষাংশটুকু। নিজের প্রয়োজন মেটাতে মেটাতে ভুলে যাই মাটি ও মানুষের কথা। ধন্যবাদ লোকজ জীবনযাত্রা ও তাদের সুখ-দুঃখ কবিতার সুরে তুলে ধরার জন্য।❤️
Neel tripura
আমাদের জন্য আর কিছুই রইল না; যা আছে তাও পাব না। তবুও আশা হারাবো না। ধন্যবাদ এত দারুণ একটি কবিতা শেয়ার করার জন্য।