
চীনা হস্তক্ষেপে ভেস্তে যায় ফ্রান্সে চেঙ্গিজ খানের প্রদর্শনী
ফ্রান্সের নান্তেসের (Nantes) একটি জাদুঘর ১৩ শতাব্দীর মঙ্গল সম্রাট ‘চেঙ্গিজ খানে’র উপর একটি প্রদর্শনীর আয়োজন’ চীনা কমিউনিস্ট পার্টি’র হস্তক্ষেপে বানচাল হয়ে যায়।
সাতো দ্যা দুসো দি বিতগেন (Chateau des ducs de Bretagne) নামের এই জাদুঘর প্রদর্শনীটির উদ্বোধন করতে চেয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। কিন্তু বেইজিং কর্তৃপক্ষের একাধিক আপত্তির কারণে জাদুঘর কর্তৃপক্ষ প্রদর্শনীটি ২০২৪ সাল পর্যন্ত স্থগিত ঘোষণা করে।
জাদুঘরটির পরিচালক বার্টান্ড গিলেট (Burtrand Guillet) এক বিবৃতিতে মঙ্গোলিয়ান মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই স্থগিতাদেশের কথা জানান।
চীনা কমিউনিস্ট পার্টি প্রথম নিষেধাজ্ঞা দেয় প্রচারপত্রে ‘চেঙ্গিজ’, ‘মঙ্গল’, ‘সম্রাট’ এই তিনটি শব্দ ব্যবহারের উপর। এরপর পুরো প্রদর্শনীর উপর নিয়ন্ত্রণ আরোপ করে বেইজিংস্থ ‘জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য প্রশাসন’ নতুন এক পরিপত্র জারি করে; যাতে মঙ্গলীয় ইতিহাস ও সংস্কৃতি নতুন করে লেখা হয়।
উল্লেখ্য; মঙ্গোলিয়া বর্তমানে চীনের অন্তর্গত একটি প্রদেশ বিবেচিত হয়।
তুলট ডেস্ক।
ছবি সূত্রঃ
https://commons.wikimedia.org/wiki/File:Genghis_Khan_Hunts_a_Tiger.jpg
unknown artist, Public domain, via Wikimedia Commons
https://upload.wikimedia.org/wikipedia/commons/9/97/Genghis_Khan_The_Exhibition_%285465081643%29.jpg
William Cho, CC BY-SA 2.0 <https://creativecommons.org/licenses/by-sa/2.0>, via Wikimedia Commons
3 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
Congratulations
Nilufar Ghani
ধন্যবাদ।
Md Kawsar Miah
অভিনন্দন !