
জাহাঙ্গিরকে লেখা কবিতা ৫
শুধু ভাবি জল এসে যাবে
ক্রমাগত গর্ত ছিল এভাবে, মরশুম ছিল
সারা ভোর ভর্তি ছিল কুয়াশায় , পাতলা ও মেহগিনিতে
শ্বাস নিলে
মনে হয় সার সার গির্জার কাছে দাঁড়িয়ে আছি
ঠাণ্ডা শাদা মরিচগাছের পাতা নড়ছে
উনিফর্ম নড়ছে
আর
দু’একটা চৈ চৈ হাঁসের ডাকে অবিকল তৈরি হয়ে যাচ্ছে
স্কুল
গায়ে পানি লেগে থাকা হাঁস লেগে থাকা ভালো
জাহাঙ্গির,
দু’ একটা গর্ত লেগে থাকা ভালো – কেউ জাল ফেলবে
ভাঁদিপুঁটি সুরপুঁটি বেলেভোলায় খলুই
ভরে উঠলে অতঃপর – চোখ
চুপচাপ – শান্ত যাকে মাছ বলো, দ্যাখো
মৃত্যুকে কত স্বাভাবিক রেখেছে।
5 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
অস্তনির্জন দত্ত
আপনাদের সকল কে ধন্যবাদ ..
নাইম হাসান
মৃত্য এমনই
Sohel Khondokar
দারুণ।
James Babu Halder
আবেগের কিলবিল!
নীল মাছি
nice