জাহাঙ্গিরকে লেখা কবিতা ৫

জাহাঙ্গিরকে লেখা কবিতা ৫

শুধু ভাবি জল এসে যাবে
ক্রমাগত গর্ত ছিল এভাবে, মরশুম ছিল
সারা ভোর ভর্তি ছিল কুয়াশায় , পাতলা ও মেহগিনিতে
শ্বাস নিলে
মনে হয় সার সার গির্জার কাছে দাঁড়িয়ে আছি
ঠাণ্ডা শাদা মরিচগাছের পাতা নড়ছে
উনিফর্ম নড়ছে
আর
দু’একটা চৈ চৈ হাঁসের ডাকে অবিকল তৈরি হয়ে যাচ্ছে
স্কুল

+
গায়ে পানি লেগে থাকা হাঁস লেগে থাকা ভালো
জাহাঙ্গির,
দু’ একটা গর্ত লেগে থাকা ভালো – কেউ জাল ফেলবে
ভাঁদিপুঁটি সুরপুঁটি বেলেভোলায় খলুই
ভরে উঠলে অতঃপর – চোখ
চুপচাপ – শান্ত যাকে মাছ বলো, দ্যাখো

+
মৃত্যুকে কত স্বাভাবিক রেখেছে।

Loading

5 Comments

  1. আপনাদের সকল কে ধন্যবাদ ..

  2. মৃত‍্য এমনই

  3. দারুণ।

  4. আবেগের কিলবিল!

  5. nice

Leave a Reply