ঘুরে দেখুন লেখকমঞ্চ !
আমাদের সবচেয়ে জমজমাট বিভাগ লেখকমঞ্চে আপনাকে আমন্ত্রণ! এটি একটি সোশাল মিডিয়া, পুরোপুরি লেখক-লেখিকাদের জন্যে। আপনার গল্প, কবিতা কিংবা আর্টিকেল প্রকাশ করুন, মঞ্চের পাঠক-পাঠিকাদের উদ্দেশ্যে। মেতে উঠুন আড্ডায়!
তুলট ব্লগজিন
এপ্রিল ২০২৪ সংখ্যা
সাহিত্যিক যা বলতে চায়, তা-কি পুরোমাত্রায় বলতে পারে? প্রথমত ব্যক্তির সীমাবদ্ধতা; তারপর সামাজিক; সব পাশে রেখে যদি বা লিখতে বসে, ভাষার বাঁধা প্রকট হয়ে দেখা দেয়! সব চিন্তা ভাষায় সাজানো যায় কি? লিপি-চিহ্নে? এখানে এসে লেখক অপার হয়ে বসে থাকে! যদিবা কিছু-চিন্তা সাহিত্যরূপে উপহার দেয়, তা পাঠকের কাছে কতখানি পৌঁছায়, বুঝতে পারা আরো দূরুহ! লেখক-জীবনে কারো ক্ষেত্রে এই বোঝাপড়া অধরাই থেকে যায়; যেমন জীবনানন্দ দাশ! জেনে যেতে পারেন নি, কী অনন্য পাঠক-প্রিয় হয়ে উঠবেন তিনি!
এইসব বিবেচনায় বহু সংবেদী লেখক প্রাপ্তিকে উপেক্ষা করে নতুন সাহিত্য রচনায় মেতে থাকে; প্রত্যাশা সামনে না রেখে। আজ এই নব-বৈশাখে তেমন কবির অপেক্ষায় থাকতে ভালো লাগছে।