ঘুরে দেখুন লেখকমঞ্চ !
আমাদের সবচেয়ে জমজমাট বিভাগ লেখকমঞ্চে আপনাকে আমন্ত্রণ! এটি একটি সোশাল মিডিয়া, পুরোপুরি লেখক-লেখিকাদের জন্যে। আপনার গল্প, কবিতা কিংবা আর্টিকেল প্রকাশ করুন, মঞ্চের পাঠক-পাঠিকাদের উদ্দেশ্যে। মেতে উঠুন আড্ডায়!
তুলট ব্লগজিন
মে ২০২৪ সংখ্যা
সাহিত্য সদাই তার সমকাল নিয়ে অগ্রসরমান। তা সত্বেও এখনকার লেখালেখি যেন অনেক বেশি নিত্যনৈমিত্যিকতাকে স্পর্শ করছে। বিজ্ঞান, নৃতত্ত্ব, সংবাদ, চিত্রকলা, চলচ্চিত্র–মিলেমিশে যাচ্ছে শব্দ, বাক্যের মধ্যস্থ কল্পমানতায়। কবিতা গল্পের রূপ নেয়, গল্পে দেখি কাব্যময়তা; প্রবন্ধও হয়ে উঠছে বিনোদন-প্রবণ। ভাষা ব্যবহারেও ব্যাপক ভাবে দেখা দিচ্ছে নানা মিশ্রণ!
এই যে মিশ্রণ, তা কি সাহিত্যের প্রচল ধারণাকে পাল্টে ফেলছে না! না-কি নতুন সাহিত্য এদিকেই আগাবে! রবীন্দ্রনাথের জন্ম-মাসে এমন প্রশ্ন করতে ইচ্ছে করে।
রৌদ্রোজ্জ্বল মে মাসে আমাদের এক ডালি সাহিত্য আশা করি আপনাদেরকে পাঠানন্দে আপ্লুত করবে।