নিকাবি গফ, গোলাপি খউফ
করোনার দিনে তোর সনে আমার পিরিতি রে নিকাবি
আমাগো প্রকাশ্য চুমু, অধর দংশন, চারুকলার ছাদে
আমাদের হৈ হৈ রিক্সা, জিলাবি ও ফুচকা, শূন্য গাওসিয়া
আমাদের ওল্ড ঢাকা, টাকি মাছের পুরি, লিটনের ফ্ল্যাটে চা
আমাকে উদোম দেখে, আমার পেশল বুকে, তোর লেপ্টে যাওয়া
তোর বয় ফ্রেইন্ড, বানু, মার্ক্সবাদ করে, ফেসবুক বিপ্লবী
তার ধ্বজামার্কা পদ্য দৈনিক একতা ও প্রথম আলো ছাপে
তার নামে শুনে, বাঘ ও বকরী কাঁপে, টিএসসিতে!
তাঁকে লাল সেলাম। তাঁর গফকে নিয়া, আমি চললাম।
নক্ষত্রবাড়ি। শহর থেকে দূরে। বানু ফ্লয়েড শুনেন।
লংড্রাইভে। টেলিফোনে মহামাতৃকুল। পরামর্শ দেন।
মারী ও মড়ক নজদিকে, আমাদের জন্য দুয়া করবেন।।
ছবি:Image by Nina Garman from Pixabay
2 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Ashaduzzaman-Khokon
চমৎকার
Md.Monyruzzaman Khan
অভিনব ! কিছু উর্দু শব্দ যোগে একটা ভীন্নতা ধরে দিয়েছেন। আরো কিছু শব্দ দিয়ে উপস্থাপনায় practical Blust করেছেন ! আমার নিকট চমক লেগেছে। ভালো টক্কর দিয়েছেন ! কেউ হয়তো নাক কুচকাতে পারে। But I want to say…..Weldone Job !