
পাহাড়ি মদ ও ধানী মরিচ
১.
বিছানার দুপাশে দুজন
মাঝ বরাবর সরু ফোয়ারা
এখান থেকেই যাত্রার শুরু
পেরিয়ে গেলে কালকূট,আলিপুর দুয়ার
দিল্লি বিমানবন্দর
পথে যেতে যেতে
গোলাকার চাঁদ, পপিক্ষেত
পাহাড়ি মদ ও ধানী মরিচ
জীভে নুন স্বাদ
সুগারের মাত্রায়ও কম-বেশি আছে
এখানে কেউ জীবিত নয়
সাদা কাফনে মোড়া জোড়া লাশ
এখানে কোনো পাখি ডাকছে না
নীরব রাত্রি
২.
চন্দ্রিমা ও উষাকালে সিনথেটিক বৃষ্টি
জানালায় চৈনিক পর্দা
তোমার হাতও আজ মাটি ঘাঁটছে
খুঁড়ে নিচ্ছে শয্যা
ছুরি কয়েকটা গাঁথা ছিল কপালের মাঝ বরাবর
টেনে তুললে সাঁড়াশি দিয়ে
অসংখ্য তির আর বল্লমের ফলা পায়ের পাতায়
তুমিও গলায় পরে নিলে আস্ত একটা হাঁসুলি
হৈমন্তীকা
চমৎকার, শুভেচ্ছা রইলো।
Ashaduzzaman-Khokon
সুন্দর উপস্থাপন করেছেন কবি