
প্রিয়তম শহরে আজ বৃষ্টি নেমেছে
প্রিয়তম শহরে আজ বৃষ্টি নেমেছে
সুউচ্চ মিনার, বৃক্ষ, স্বচ্ছ কাচ
ধুয়ে যাচ্ছে জলের ধারায়
তোমার চোখ হৃদপিন্ড কড়ে আঙুল সব ভিজে চুপচুপ
শহরের বুকে আজ বৃষ্টি নেমেছে
একটা জর্দার কৌটা, সিলিকন চিপ
শাড়ির অর্ধভাঁজ, কালো স্তন
বৃষ্টিতে ভিজছে
রিকশার হুট, গ্যাস পাম্প, সিগারেটের প্যাকেট ভিজছে
এবং তুমি, তোমরা যারা আজ নেই
এবং যারা আছ
সকলেই ভিজছ প্রখর বৃষ্টিতে
অভিমানী মন
অভিনন্দন।
SHABBIR AHAMED
কবি আপনাকে অভিনন্দন জানাই
Shovan Khan Sabuz
‘প্রখর বৃষ্টি’ ভালো লেগেছে
Shusanta kumar Nath
চমৎকার উপস্থাপন
James Babu Halder
সাথে আমার মনটাও ভিজে গেল সুন্দর হয়েছে।
Jabed A Emon
দারুণ গাথুনি।
Md Kawsar Miah
প্রিয়তম শহরে আজ বৃষ্টি নেমেছে
Reazul Kabir
প্রখর বৃস্টির সাথে তীক্ষ্ণ দৃস্টি!
বাঃ কবি বাঃ, অপরূপ সৃস্টি!