১৯টি প্রিয় বইয়ের নাম প্রকাশ করলেন ওবামা
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা তার পড়া ১৯টি প্রিয় বইয়ের নাম প্রকাশ করেন। ২০১৯-এর শেষের দিকে এসে টুইটারের মাধ্যমে তিনি এই ঘোষণাটি দেন।
আমরা সকলেই ব্যস্ত জীবন যাপন করি। কর্মক্ষেত্রের দায়-দায়িত্ব, পারিবারিক কাজকর্ম, সামাজিক ও স্বেচ্ছাসেবক প্রতিশ্রুতির মতো আরও নানান ক্রিয়াকলাপে আমাদের ডুবে থাকতে হয়। এর মাঝে সাহিত্য ও শিল্প আমাদের একেকটা দিনকে যেন আরও সমৃদ্ধ করে তোলে। তাই আমার পড়া এই বইয়ের তালিকাটি সবার কাছে পৌঁছে দিলাম। আশা করছি আমার মতো অন্যেরাও যাতে এগুলো পড়ে আনন্দ পান। এই ধরণের একটি কথা ওবামা বলেন।
ওবামার ২০১৯-এর প্রিয় বইয়ের তালিকার মধ্যে রয়েছে ইতিহাস ও অর্থনীতি বিষয়ক বই থেকে শুরু করে কল্পকাহিনী ও আত্মজীবনী। সেগুলো নীচে উল্লেখ করা হলো:
১। “দা এইজ অফ সারভেইলেন্স ক্যাপিটালিসম” – শশানা যুবফ
২। “দা অ্যানার্কি” – উইলিয়াম ড্যালরিম্পাল
৩। “ফিউরিয়াস আওয়ার্স” – কেইসি সেপ
৪। “গার্ল, ওমেন, আদার” – বার্নার্ডিন এভারিস্ত
৫। “দা হার্টবিট অফ উন্ডেড নি” – ডেইভিড ট্রুয়ার
৬। “হাও টু ডু নাথিং” – জেনি ওডেল
৭। “লস্ট চিল্ড্রেন আর্কাইভ” – ভ্যালেরিয়া লুইসেলি
৮। “লট স্টোরিজ” – ব্রায়ান ওয়াশিংটন
৯। “নর্মাল পিপল” – স্যালি রুনি
১০। “দা অর্ফান মাস্টার্স সান” – অ্যাডাম জনসন
১১। “দা ইয়েলো হাউস্” – সারা এম. ব্রুম
১২। “সে নাথিং” – প্যাট্রিক র্যাদেন কিফ
১৩। “সলিটারি” – অ্যালবার্ট উড্ফক্স
১৪। “দা টপেকা স্কুল” – বেন লার্নার
১৫। “ট্রিক মিরর” – জিয়া টলেনটিনো
১৬। “ট্রাস্ট এক্সারসাইজ” – সুসান চই
১৭। “উই লিভ ইন ওয়াটার” – জেস ওয়াল্টার
১৮। “এ ডিফারেন্ট ওয়ে টু উইন” – জিম রুনি
১৯। “দা সিক্সথ্ ম্যান” – অ্যান্ড্রে ইগুওডালা
তথ্যসূত্র: ইন্ডিপেন্ডেন্ট
5 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
আব্দুল মজিদ মারুফ
চমৎকার
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
Congratulations
MD. Rifat khan
onk ager news
Rehana Akter
Nice post
ইকবাল আহমেদ
ধন্যবাদ