
৯০ বছর পর নিলামে উঠতে যাচ্ছে অমৃতা গিলের হারিয়ে যাওয়া একটি ছবি
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্বকালে মুম্বাই শহরের তুমুল আলোচিত/সমালোচিত এই ভারতীয়-হাঙ্গেরিয়ান নারী চিত্রশিল্পী নতুন করে আলোচনায় এলেন।
আলোচ্য ছবিটি অমৃতার বান্ধবী ফরাসি সমালোচক ডেনিস প্রিতো-র (Denyse Prouteaux) আবক্ষচিত্র (portrait)।
ধারণা করা হয়, ১৯৩২ সালে প্যারিসে থাকাকালে প্রিতোর তিনটি আবক্ষচিত্র এঁকেছিলেন গিল; যার দুটি প্রদর্শিত হলেও তৃতীয়টি লোকচক্ষুর অন্তরালে থেকে যায়।
সম্প্রতি নিউইয়র্কের প্রখ্যাত নিলাম-কেন্দ্র ক্রিস্টিজের (Christie’s) চিত্র সমালোচক নিশাদ আভারি এই ছবিটির সন্ধান দেন। প্রিতোর মৃত্যুর পর ২ বার হাতবদল হয়ে শেষপর্যন্ত তার ছেলের হাত হয়ে ছবিটি এই নিলাম-কেন্দ্রে আসে।

অমৃতা শের-গিলের আঁকা অন্য একটি ছবি:
এ গ্রুপ অফ থ্রি গার্লস
নতুন করে খুঁজে পাওয়া অমৃতা শের গিলের আঁকা সেই পোট্রেটটির দাম হাঁকা হচ্ছে ২৮ লক্ষ ডলার।
তুলট ডেস্ক।
ছবিসূত্র:
১) Umrao Singh Sher-Gil, Public domain, via Wikimedia Commons
https://commons.wikimedia.org/wiki/File:Amrita_Sher-Gil_with_3_paintings.jpg
২) Amrita Sher-Gil, Public domain, via Wikimedia Commons
https://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Amrita_Sher-Gil_Group_of_Three_Girls.jpg
3 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Shoaib Abir
অজস্র ধন্যবাদ @তুলট -ডেস্ক অ তূল্ট কে
রাসেল আদিত্য
খুশি হবো শিল্পের মূল্যটা ঠিক বা বেড়ে গেলে