বাবলী হকের জন্ম পঞ্চাশের দশকে ঢাকা শহরে। শৈশব ও কৈশোর কেটেছে পুরনো ঢাকায়। ছোটদের পাতায় ছড়া ও কবিতা দিয়ে লেখালেখির হাতেখড়ি। সত্তর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সাহিত্য পত্রিকা 'ললনা'য় ধারাবাহিকভাবে বের হয় তারঁ প্রথম উপন্যাস 'নদীতে সুখ'। তারপর চলে গিয়েছিলেন দীর্ঘদিনের অন্তরালে। ২০১৫ তে স্মৃতির পটভূমিতে লেখা দ্বিতীয় উপন্যাস 'আম্বিয়া-দাদি ও তার বিড়ালেরা' নিয়ে ফিরে এলেন। 'অষ্টপ্রহর আনাগোনা' তাঁর তৃতীয় উপন্যাস। ২০২৪ সে বেরিয়েছে গল্পগ্রন্থ ‘অ্যাভিনিউ পার হয়ে’। শুরুটা কবিতা দিয়ে হলেও তিনি মূলত গদ্য লেখেন কিন্তু কবিতা পড়তে ভালোবাসেন। প্রিয় লেখকের তালিকা দীর্ঘ। আবুল হাসান, শঙ্খ ঘোষ, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হাসান আজিজুল হক, সেলিনা হোসেন ও কবিতা সিংহ।
বিশেষ শিশুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে একটি অটিস্টিক স্কুল পরিচালনায় ছিলেন বহুদিন। এই লেখকের শখ— বই পড়া, ভ্রমণ ও বাগান করা।
সকল পোস্ট
- আঁধারে একা Jun 6, 2024 . বিষয়: মুক্তগদ্য - তানভির ভাবছে এবার সাহস করে বেরিয়েই পড়বে। দেখা যাক কী হয়। যদিও রিস্ক নিতে দ্বিধা হচ্ছে। কিন্তু কতদিন আর এভাবে…
- অষ্টপ্রহর আনাগোনা ১৫ Aug 9, 2022 . বিষয়: মুক্তগদ্য - ক্যামেলিয়া ডান হাত বাড়িয়ে দিয়ে রনিতাকে কাছে ডাকলেন। বললেন, -কাল তোমার জন্মদিন ছিল, ছোট্ট একটা গিফট। বলে রঙিন মোড়কে বাঁধা…