Profile Photo

মাহবুবা করিমOffline

  • Profile picture of মাহবুবা করিম

   মাহবুবা করিম

   2 months, 1 week ago

   🧵🧶অজান্তেই কত কী আছে তোমার!

   যতবার হাসো—একটি গাছ রোপন করি অন্তরে।
   জানো কী মেয়ে, সাতশত আট কোটি অর্জুন গাছ ধীরে ধীরে বড় হচ্ছে হৃদয়ে? তুমি—বিষ ছড়ালেও তা শুষে নিয়ে অক্সিজেন ফিরিয়ে দেয়ার মত এতটা বনাঞ্চল
   হৃদয়ে নিয়ে ঘুরে বেড়াই এখন ।

   যদি ঘৃণা দাও অথবা বিষ, যা-ই দাও–
   বনাঞ্চল বাড়ুক—বনাঞ্চল বাড়িয়ে চলেছি নিরন্তন
   হাসি থামিও না মেয়ে—হাসতে হয় অনন্তকাল।

   সমুদ্র— ভালো লাগে না মেয়ে তোমার ? তাই অশ্রু লুকিয়ে পাহাড় গড়েছি অন্তর্লীনে। সিঁড়ি কাটি; কাটতে কাটতে ঘর পাতি ; সেই ঘর নিয়ে ঘুরে বেড়াই অন্তরপুরে। যদি ক্লান্ত হও, এসে জিরোও, শুতে চাও, ঘুমোতে চাও—
   যদি নাই চাও —ঘরে আলো জ্বলে—জ্বলুক, ঘরে জোনাক জ্বলে—জ্বলুক। পাহাড় কেট না মেয়ে—পাহাড় কাটতে নেই।

   যদি তৃষ্ণার্ত হও, হও যদি, জেনো —
   একটি মিঠা নদী আজন্ম বয়ে বেড়াই ঠোঁটে।

   অথচ—এক কোটি বছর! এক কোটি বছর
   কত অজানা ঘর, বনাঞ্চল ও নদী আছে তোমার -অজানাই।

   3
   4 Comments

  About me

  এই সদস্যের সক্রিয়তা এবং টাইটেল

  এই সদস্যের সক্রিয়তা এবং টাইটেল 125 / সক্রিয়তা পয়েন্ট
  সদস্য