Profile Photo

Drako ShajibOffline

    • Profile picture of Drako Shajib

      Drako Shajib and Profile picture of Kobi AlomKobi Alom are now friends

      Profile Photo
      Kobi Alom
      @kobi-jahangir-alom
    • #বই মেলা ২০২৪

      একুশে বই মেলার একটা অন্যরকম ভালো ব্যাপার আছে। শহরে আর যত মেলা আছে, সেসব মেলায় লম্বা লাইনে দাঁড়িয়ে বিরক্তির চূড়ায় উঠে তারপর টিকিট কেটে ঢুকতে হয়।
      এদিকে, একুশে বই মেলায় শূন্য পকেটে পূর্ণ স্বাধীনতা নিয়ে সমস্ত মেলার আনন্দ উপভোগ করে ঘুরে আসা যায়। ঠিক গ্রামের মেলাগুলোর মত।

      আমি গত শনিবার, ২৫শে ফেব্রুয়ারী শ্যামলদার নিমন্ত্রণ পেয়ে ভর…Read More

      32
      17 Comments
      • আমার কথা মনে করেছেন বিশেষ প্রাপ্তি।

        • যা কিছু মনে রাখতে চাই, সব ভুলে যাই। ভুলতে পারিনা শুধু বন্ধুদের। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন সুহৃদ !

      • আমরা নূতনের স্বপ্ন দেখি। প্রেমে এবং দ্রোহে। বুকের চাপা কান্না চোখের কোণে আগুনের স্ফুলিঙ্গ হয়ে বাতাসে ওড়ে। সর্বহারার দল সব হারিয়ে ভাতের বদলে মানচিত্র খায়। তাই গভীর রাতে কবিতা লিখি প্রেমে এবং দ্রোহে।

        • আমরা আঁধারে থাকি বলেই হয়ত আলোকে এত ভালোবাসি!

      • ঠিক বলেছেন মহোদয়।

        • ধন্যবাদ মঞ্চগুরু, শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

      • বই ! একটি অদ্ভুত ভীন্ন স্বাদের আনন্দকর অভিজ্ঞতার নাম ! আমি আমার জীবনে অল্প কিছু বই পড়েছি ! অন্যতম একটি বই হচ্ছে, লোটাকম্বল ! লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় !

        • বিশ্ব বই দিবসের শুভেচ্ছা মঞ্চবন্ধু!
          আমিও খুব বেশি বই পড়ার সুযোগ পাইনি এই ছোট্ট জীবনে। কিন্তু বই পড়তে আমার খুব ভালো লাগে তাই আমার লাইব্রেরিয়ান হওয়ার অনেক ইচ্ছা ছিল ছেলেবেলা থেকেই। আমার কাছে মনে হয় এর থেকে ভালো আর শান্তির চাকরী আর একটিও নাই। ভাগ্য আমার সহায় হয়নি তাতে অবশ্য কোন আক্ষেপ নাই কারন ছোট খাট একটা লাইব্রেরী ঘরের মধ্যে বানানোর চে…Read More

      • ভাই, এতো সুন্দর লিখেন কিভাবে

        • ধন্যবাদ মঞ্চগুরু, অনেক অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে!

      • বই মেলা মানেই নতুন প্রাণের সঞ্চার…

        • একদম!
          নতুন নতুন বইয়ের মাঝে জীবনের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস যেন!

      • অসাধারণ লি‌খে‌ছেন। গত বছর বই মেলায় যাওয়ার সৌভাগ‌্য হ‌য়েছি‌লো, তখন ঢাকায় ছিলাম। বই পড়াটা আমার নেশা ছি‌লো। কর্ম ব‌্যস্ত এই জীব‌নে হা‌রি‌য়ে গে‌ছে অ‌নেক শখ ও ইচ্ছা। হারায়‌নি বই পড়ার নেশা, ত‌বে সী‌মিত হ‌য়ে গে‌ছে।

        • ধন্যবাদ ও ভালোবাসা মঞ্চবন্ধু!
          বই পড়ার ঝোঁকটা সবার থাকুক এমনটাই আমি চাই! কর্ম ব্যস্ততা তো আমাদের জীবনকে সচল রাখে তবে, অচল সময়ে বইয়ের থেকে ভালো বন্ধু আর কে হতে পারে? তাই বই হোক আমাদের নিত্যসঙ্গী! অনেক শুভ কামনা রইলো আপনার জন্য!

      • বইমেলা মানেই হৃদয়ের টান

        • একদম !
          পরের বইমেলায় দল বেঁধে যেতে চাই, অগ্রীম দাওয়াত রইল বন্ধু !

      • বাহ! চমৎকার লিখেছেন, কবি মহোদয়। আপনার জন্য শুভ কামনা।।

    • ক্ষ্যাপা বিষুর পাঠশালা

      [ ভালো কাজ করাটা কঠিন তাঁর থেকে কঠিন ভালো কাজকে সঙ্গ দেয়া। ]
      ——————————————————————————————————————

      ১.
      মস্তবড় এক দীঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাঁঠালিচাঁপা গ্রাম। কাঁঠালিচাঁপা গ্রাম আশ…Read More

      21
      14 Comments
      • অসাধারণ

        • অনেক ধন্যবাদ মঞ্চবন্ধু! গল্পটার মাঝে চেষ্টা করেছি আমার দেখা গ্রামীণ জীবনটাকে ফুটিয়ে তুলতে জানিনা কতটুকু পেরেছি তবে, গ্রামীণ সরল জীবনের আড়ালেও কিছু জটিল বিষয় লুকিয়ে আছে সেগুলো গল্পের পরের পর্বে তুলে ধরার ইচ্ছা আছে!

      • আপনি ভীষণ ভালো লিখেন কিন্তু ! পরের অংশ কবে দেবেন ?

        • অনেক অনুপ্রেরণা পেলাম মঞ্চবন্ধু! ইচ্ছা আছে ২৬ শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবসে পরের পর্ব প্রকাশ করার যদিও, গল্পের পরের অংশ লেখা এখনো বাকি! তবে, আমার এই গল্পে বিষু একজন ভীষণ স্বাধীনচেতা চরিত্র। তাই ঐদিনটি ক্ষ্যাপা বিষুর আত্নপ্রকাশের জন্য আদর্শ হবে।

      • গল্পটা পড়তে পড়তে মনে হলো এ যেন আমার গ্রামেরই কারোর গল্প, যদিও পরের অংশ এখনো বাকী কিন্তু মনে হলো খ্যাপা বিষুর আমাদেরই আশেপাশের কেউ অতি আপনার একজন!

        • গল্পটা পড়েছেন জেনে খুব আনন্দ পেলাম কবিবন্ধু!
          হ্যাঁ, ক্ষ্যাপা বিষু আমাদের প্রত্যেকের’ই খুব আপন কারণ সে সৃষ্টির প্রতিটি অণুকে আপন ভেবে তাদের মঙ্গল কামনা করে। আর এমন সুন্দরমনা সরল মানুষ সর্বত্র’ই রয়েছে এমনটাই আমি বিশ্বাস করি।
          পরের পর্বে ক্ষ্যাপা বিষুর আরো অনেক পাগলামি অপেক্ষা করছে কবিবন্ধু, আশা করি ভালো লাগবে। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

      • অনেক অনেক অজস্র ধন্যবাদ ও আন্তরিক অভিনন্দন। এমন একটি গ্রামীন পটভূমি তুলে ধরা যেন তেন কাজ নয় ! আমার সারা জীবন চেষ্টাতেও আমি তা করতে পারতাম না ! বিষু ! প্রকৃতি ও সমাজের কান্ডারি ! অভাব এবং প্রকৃতি দুটোই অসাধারণ উপায়ে চিত্রিত হয়েছে ! আমি অপেক্ষা করছি, কী প্রকার সমাধান আসে?

        • অনেক অনুপ্রেরণা পেলাম মঞ্চবন্ধু! ইচ্ছে থাকলেও গল্পটা এখনো শেষ করতে পারিনি। তবে, যে শক্তি জুগিয়েছেন তাঁর জোরে খুব শীঘ্রই ক্ষ্যাপা বিষুকে নিয়ে আবার হাজির হব। অবিরাম ভালোবাসা রইল মঞ্চবন্ধু!

      • “ভালো কাজ করাটা কঠিন তাঁর থেকে কঠিন ভালো কাজকে সঙ্গ দেয়া।” অসাধারণ একটা কথা প্রিয় কবি।

        • ধন্যবাদ মঞ্চগুরু!
          ভালো কাজ বেশি বেশি হোক, আর আমাদের হাত ধরেই হোক।

      • “ভালো কাজ করাটা কঠিন তাঁর থেকে কঠিন ভালো কাজকে সঙ্গ দেয়া।” অসাধারণ একটা কথা প্রিয় কবি।

      • ভালো কাজে সবাই একসাথে…

    • # আকাশ পাতাল ভাবনা
      (গল্প না কল্পনা)

      মুনীর সকাল থেকে ইতিহাস বই মুখের উপর ধরে আছে। দুপুরের দিকে মা একবার ডাকতে এসেছিলো। বললো, গোসল করে খেতে আয়। আর পর্দা তুলে জানালা খুলে দে। ঘরের মত মুখটাও এমন গুমট করে বসে আছিস ক্যানো? মুনীরের উত্তরের জন্য অপেক্ষা না করেই মা চলে গেল। চুলায় তখনো তরকারী টগবগ করে ফুটছে!

      মুনীর অবশ্য তার মায়ের কথা ঠিকমত শুনতে…Read More

      13
      14 Comments
      • দীর্ঘ দিন পর আপনার লেখা পেয়ে আনন্দিত হলাম।
        মানুষ মানুষকে বন্দী করে রেখেছে। অসংখ্য শুভকামনা।

        • ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু! লেখাটা আপনি পড়েছেন জেনে আমারো খুব ভালো লাগছে। একটা নতুন ভাবনা মাত্র মাথায় এলো, মানুষ মানুষকে যেমন বন্দী করে রেখেছে আবার মানুষ মানুষকেই কিন্তু সেই বন্দীদশা থেকে মুক্ত করে এসেছে। প্রকৃতি আসলে আমাদের নিয়ে এক মজার খেলা খেলছে। আমাদের ঘৃনা করতে শিখিয়ে বলছে ভালোবাসো! আর এই খেলায় আমরা কেউ কেউ বিভ্রান্ত হয়ে ভালোবাসতে গিয়ে মন…Read More

      • উদাসীনতার উপমাটি সুন্দর হয়েছে গবাদি পশুর মত জাবর কাটা মানুষ গুলি মুক্তি খুঁজছে ভিন্ন ভিন্ন পন্থায়। কিন্তু মুক্তি শব্দটি আমার কাছে বরাবরই অস্পৃশ্য।

        • ধন্যবাদ মঞ্চবন্ধু! লেখাটি পুরোটা পড়েছেন জেনে ভালো লাগছে! তবে কবিপ্রিয়, মুক্তি আপনার কাছে অস্পৃশ্য কেন খুব জানতে ইচ্ছে করছে? আপনি কি কখনো কোন বন্দী পাখীকে মুক্ত হতে দেখেন নি?

        • RIGHT NOW
          মুক্তি সেতো আকাশ জুড়ে ভাসমান নীলের খেলা, এর রুপ কখনও চৈতালি দুপুর কখনও অস্তমিত গোধূলি বেলা। মুক্তি সেতো অনন্য রূপবতী আমার যেমন আমার ছেলেবেলা, আবার সেতো উল্লাসে উৎসাহে বড় হওয়া আমার পিছনে ফেরা। মুক্তি সেতো আমার মায়ের কাছে হাজারো আবদার, আবার আমার চোখে লেগে থাকা মায়ের হাহাকার। মুক্তি সেতো আমার সামনে যাওয়ার এক অদম্য প্রয়াস, আবার সেতো…Read More

        • কবিপ্রিয়, মুক্তি নিয়ে আপনার সুন্দর কাব্যিক ব্যাখার জন্য অসংখ্য ধন্যবাদ! মুক্তি সত্যিই অদ্ভুত, অষ্পৃশ্য ঠিক যেন আলোর মত! আঁধার জীবনে পথ দেখিয়ে চলে তবে থাকে ধরা-ছোঁয়ার বাইরে!

      • অনেক অনেক দিন পর আপনার লেখা পড়লাম… খুব ভালো লাগলো যুদ্ধ, স্বাধীনতা,
        ব্যক্তিক ইউটোপিয়া, অনধিত পার্থিব ভবিতব্যের অতুলনীয় বিশ্লেষণ… সত্যিই কত অভাবনীয় সুন্দরতম নীলগ্রহ এই পৃথিবী, আর মানুষের মনে সেই অসীম সৌন্দর্য ধ্বংসের কি বিস্ময়কর আগ্রহ…!

        • ভালোবাসা নেবেন কবিপ্রিয়। অনেকদিন থেকেই ভাবছিলাম আপনাদের সাথে মন খুলে একটু আড্ডা দেই! মানুষ সম্পর্কে আপনি যথার্থই বলেছেন। কিছুক্ষণ আগে একটা ডকুমেন্টারি ফ্লিম দেখছিলাম “Seven Worlds, One Planet”। শেষ পর্বে দেখলাম আফ্রিকার মোটামুটি অর্ধেক হাতী মেরে ফেলেছে গুটি কয়েক মানুষ শুধুমাত্র তাদের দাঁত দিয়ে অলংকার বানাবে তাই। বুঝলাম, মানুষের পেট হাতির মত বড় নয়…Read More

        • মানুষের পেট হাতির মত বড় নয় তবে আমাদের ক্ষিধের কাছে এই পৃথিবী কিছুই না।- এটাই নির্মম সত্য।

        • ভালোবাসা নেবেন মঞ্চগুরু! এই সুন্দর পৃথিবীটাকে আরো সুন্দর করে তোলার জন্য আপনার ভাবনাগুলো জানতে চাই।

      • ছেলের এমন আনমনা ভাব দেখে ঝাড়ুর উল্টা পিঠ দিয়ে কষে এক বাড়ি মারলো মা! বলল, কোনো কাজ নাই! সারাদিন গবাদি পশুর মত শুয়ে বসে থাকবি না মানুষের মত একটু আচরণ করবি? এমন মা আজ ঘ‌রে ঘ‌রে দরকার, দরকার এই রকম ঝাড়ুর বা‌ড়ি! চমকার লেখক ভাই আমার।

    • Profile picture of Drako Shajib
      Profile Photo
      Aeka Asin
      @asin
    • Profile Photo
      তুলি
      @tultuli
    • Profile Photo
      Pushpen Ray
      @pushpen2016
    • Profile picture of Drako Shajib

      Drako Shajib Changed their profile cover

      15
      14 Comments
      • @drako বেশ লাগছে কভার ফটোটা

      • তাকে এতো কাছ থেকে প্রথম দেখলাম,

      • ছবিটা এমন যে দেখলেই মনে হয় সরাসরি চোখের দিকে তাকিয়ে আছে।

      • অনেক দিন আপনার কোন লেখা পড়া হচ্ছে না। ভীষণ মিস করছি কবি প্রিয়।

      • সবাই লিখছে, কিন্তু আপনি দীর্ঘ দিন কোন কিছু লিখছেন না। ব্যাথিত হৃদয় কবিতা শুনতে চায়। শব্দই পারে মনের ক্ষত দূর করে দিতে।

        • প্রিয় মঞ্চবন্ধু,
          শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রথমেই। আমি সত্যি খুব দুঃখিত ও লজ্জিত হঠাৎ করে এভাবে নিখোঁজ হবার জন্য। তবে, আমার তুলট বন্ধুরা আমার খোঁজ করছে জেনে খুব ভালো লাগলো।

          আসলে, বেশ কিছু পুরোনো গল্পের বই কিনেছিলাম নীলক্ষেত থেকে। বইগুলো নিয়েই ডুব দিয়েছিলাম ক’দিনের জন্যে। এদিকে সময় ছুটে চলেছে পাগলা ঘোড়ার মত, আর আমার মত অলস মানুষকে পিছনে…Read More

        • অনেকেই লিখছে। এখনো গল্প-কবিতা, আড্ডা নিয়ে বেশ জমজমাট আছে তুলটছমঞ্চ। তবে আপনার লেখা পাচ্ছি না তাই একটু খারাপ লাগছে। শুভকামনা।

      • আর কি লিখবেন না? আপনাকে মিস করি।

        • নিশ্চয়ই লিখব! আপনার জন্যে খুব পছন্দের একটা কবিতা,

          শহরের ল্যাম্পপোস্টে পাকা কাঁকরোল
          —————————————-
          ইকবাল রোডের দুই সারি বাড়ীর ফাঁকে
          কয়েকটা পাকা কাঁকরোল ঝুলে থাকে ইলেকট্রিকের তারে
          ভাবি : ওরা কি জ্বলে উঠবে ইলেকট্রন ফিলামেন্টে?
          .
          অথচ কিই বা প্রয়োজন এই নগন্য গাছের!
          প্রয়োজন ইলেকট্রিক তারের
          কোটি কোটি ইলেকট্রন সাভার-সদরঘাট ছুটোছুটি করবে
          ম…Read More

        • অথচ কিই বা প্রয়োজন এই নগন্য গাছের!
          প্রয়োজন ইলেকট্রিক তারের
          কোটি কোটি ইলেকট্রন সাভার-সদরঘাট ছুটোছুটি করবে
          মস্ত মস্ত আলো জ্বালাবার কাজ সব পড়ে আছে ।
          তবুও – সাদা কাগজের নিষ্প্রাণ দিনে
          কাঁকরোল গাছ এত সখ্যতায় ইলেকট্রিক তারে জড়িয়ে থাকে
          এ শহরেই ! অনবদ্য

        • সত্যি অন্য ধারার কবিতা! এই কবিতাটি খুব ভালো লাগে কারণ হল যখনি এই কবিতাটি পড়ি আমি খুব অবাক হই, মনে এক অন্য রকম ভালো লাগা কাজ করে!

      • লেখার অভ্যাস কি ছেড়ে দিলেন? কবিতায় দুঃখ দূর করি। কবি প্রিয় আপনার লেখার অভাব অনুভব করি।

        • ক্ষমা করবেন বন্ধুপ্রিয়! সময় ও শব্দের অভাবে ঠিকমত নিজেকে প্রকাশ করতে পারছিনা। তবে, কথা দিলাম আজ থেকে নিয়মিত লেখার চেষ্টা করব। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • ক্যাপ্টেন মাহিন ও ছাতা ম্যান
      পর্ব-২ঃ বোম্বার ম্যান
      ————————————————————————-

      ১.

      শহর জুড়ে এক নতুন আতংকের নাম বোম্বার ম্যান। শহরের জনসাধারণের ব্যবহারের জন্য যে সকল লোকাল বাস রয়েছে সেই বাসগুলোতেই নাকি তার দেখা পাওয়া যায়। প্রচন্ড ভিড় বাসগুলোয় চড়ে বোমা দেখিয়ে আতংক ছড়াচ্ছে এই বোম্বার ম্যান। এক প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিচ্ছে চ্য…Read More

      1 Share
      19
      12 Comments
      • অত্যন্ত সাবলীল ভাষায় যুগোপযোগী বিষয়বস্তু নিয়ে লিখিত গল্পটি অসম্ভব মনোযোগ কাঁড়লো… বিস্ময়াভিভূত হলাম এর ঘটনা প্রবাহে ও কনসেন্ট্রেটেড ইতিবৃত্তে… শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই প্রিয়বন্ধু…

        • গল্পটি পড়ার জন্য অনেক ধন্যবাদ ও ভালোবাসা মঞ্চগুরু! এই গল্পটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী ছিলাম কিন্তু শেষটায় এসে একটা তৃষ্ণা নিয়ে ইতি টেনেছি! যদিও, গল্পটি এখানে থেমে থাকবেনা। আপনাদের উৎসাহ ও ভালোবাসা সাথে নিয়ে যেতে চাই বহুদূর!

      • এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। কি সাবলীল বর্ণনা আর রুপকের ব্যবহার!!!

        • ধন্যবাদ মঞ্চবন্ধু! এই ভালোবাসা অনেকটা শক্তি জোগাবে!

      • ভালো লাগলো রুপকের রুপকথা

        • রূপকথারা ফিরে আসুক সেই প্রচেষ্টাতেই আছি কবিপ্রিয়! আশা রাখি, আপনাকেও সাথে পাব! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

      • @drako তোমার লেখার প্রশংসা না করে পারছিনা । অসম্ভব ভালো লাগল গল্পগুলো ; রুদ্ধশ্বাসে পড়ে ফেললাম । তোমার লিখা তো পাই-ই না ; কাজেই নতুন কিছুর অপেক্ষায় থাকব…

        • বন্ধু ডেকেছি তাই আর ধন্যবাদ দিলাম না, ভালোবাসা নিও বন্ধু! অপেক্ষায় কিন্তু আমিও আছি তোমার নতুন গল্পের!

        • অনেক ধন্যবাদ লেখকপ্রিয়! আপনি গল্পটি পড়েছেন জেনে তৃপ্তি পেলাম! ভালোবাসা নেবেন!

      • দারুণ লিখেছেন।

    • Load More Posts

    এই সদস্যের সক্রিয়তা এবং টাইটেল

    এই সদস্যের সক্রিয়তা এবং টাইটেল 10,605 / সক্রিয়তা পয়েন্ট
    মঞ্চগুরু
    Skip to toolbar