আমার কাজ
আজ সারাদিন হাইওয়ে রোডের উপর দিয়ে
বাইক চালিয়ে মশার মতো এলাম,
একটা মরা মৌমাছির শুকনো কণ্ঠনালী
রাস্তার পাশে পড়ে থাকতে দেখলাম।
তোমার স্তন দুটাতে কাঠের রুল দিয়ে টোকা মারার মতো
অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে নিলাম আজ।
গ্রামের বৌ-ঝিদের কাঁথাতে ফুল তোলার কাজ দেখে এলাম;
পেটকাটা গাছেদের রক্ত চুয়ে পড়া দেখলাম।
রক্ততৃষ্ণায় বড় হতে থাকা পাড়ার মাস্তানদেরও দেখা গেল
রামদায়ে কুপিয়ে কুপিয়ে ভাগ করছে একটা বাচ্চা পেয়ারাকে!
আমি অনেক কিছু দেখি, আমার অনেক কিছু দেখার আছে,
এই যেমন সেদিন পাহাড় থেকে নিচুতে নামতে নামতে
শার্টের ভিতর বাতাস ঢুকতে পারল না-
এরকম অনেক কথা বলার আছে ফুল, পাখি ও পশুসমাজ নিয়ে।
সিগারেটের ধোঁয়ার মতন বায়ুর ঘুর্ণিতে
ধুলোগুলো ঘুরতে ঘুরতে উঠে গেল ওপরে,
সে কথা বলার জন্য আমি হাত তুলে দাঁড়াব না কেন?
Page top image: Image by Wokandapix from Pixabay
5 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
আমি অনেক কিছু দেখি, আমার অনেক কিছু দেখার আছে,
এই যেমন সেদিন পাহাড় থেকে নিচুতে নামতে নামতে
শার্টের ভিতর বাতাস ঢুকতে পারল না-
এরকম অনেক কথা বলার আছে ফুল, পাখি ও পশুসমাজ নিয়ে।
সিগারেটের ধোঁয়ার মতন বায়ুর ঘুর্ণিতে
ধুলোগুলো ঘুরতে ঘুরতে উঠে গেল ওপরে,
সে কথা বলার জন্য আমি হাত তুলে দাঁড়াব না কেন? অনবদ্য।
অরিন্দম সাইফুল্লাহ
বাহ্। নতজানু আমি
Bashir Ahmad
চমৎকার রচনাশৈলী
আব্দুল মজিদ মারুফ
সুন্দর
অস্তনির্জন দত্ত
এই শব্দ বিন্যাস … আমি মহেশ কালে র গান শুনতে শুনতে… পড়ছি ।।পড়লাম , গান থামিয়ে পড়লাম …তারপর আবার গান টা চালিয়ে দিলাম।