আমার কাজ

আমার কাজ

আজ সারাদিন হাইওয়ে রোডের উপর দিয়ে
বাইক চালিয়ে মশার মতো এলাম,
একটা মরা মৌমাছির শুকনো কণ্ঠনালী
রাস্তার পাশে পড়ে থাকতে দেখলাম।
+
তোমার স্তন দুটাতে কাঠের রুল দিয়ে টোকা মারার মতো
অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরে নিলাম আজ।
গ্রামের বৌ-ঝিদের কাঁথাতে ফুল তোলার কাজ দেখে এলাম;
পেটকাটা গাছেদের রক্ত চুয়ে পড়া দেখলাম।
রক্ততৃষ্ণায় বড় হতে থাকা পাড়ার মাস্তানদেরও দেখা গেল
রামদায়ে কুপিয়ে কুপিয়ে ভাগ করছে একটা বাচ্চা পেয়ারাকে!
+
আমি অনেক কিছু দেখি, আমার অনেক কিছু দেখার আছে,
এই যেমন সেদিন পাহাড় থেকে নিচুতে নামতে নামতে
শার্টের ভিতর বাতাস ঢুকতে পারল না-
এরকম অনেক কথা বলার আছে ফুল, পাখি ও পশুসমাজ নিয়ে।
সিগারেটের ধোঁয়ার মতন বায়ুর ঘুর্ণিতে
ধুলোগুলো ঘুরতে ঘুরতে উঠে গেল ওপরে,
সে কথা বলার জন্য আমি হাত তুলে দাঁড়াব না কেন?
+
+

Page top image: Image by Wokandapix from Pixabay

Loading

জন্মঃ নভেম্বর, ১৯৮৩, বগুড়া। প্রকাশিত কবিতার বই: খড়ের কাঠামো, সকল প্রকৃতি জঙ্গলে বসে থাকে। সম্পাদনা: শূন্যের করতালি (প্রথম দশকের কবিতা সংকলন) স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতার সংকলন (কীর্তিকলাপ, অনলাইন ভার্সন, লিংক, www.kirtikolap.com) যোগাযোগ: [email protected]

5 Comments

  1. আমি অনেক কিছু দেখি, আমার অনেক কিছু দেখার আছে,
    এই যেমন সেদিন পাহাড় থেকে নিচুতে নামতে নামতে
    শার্টের ভিতর বাতাস ঢুকতে পারল না-
    এরকম অনেক কথা বলার আছে ফুল, পাখি ও পশুসমাজ নিয়ে।
    সিগারেটের ধোঁয়ার মতন বায়ুর ঘুর্ণিতে
    ধুলোগুলো ঘুরতে ঘুরতে উঠে গেল ওপরে,
    সে কথা বলার জন্য আমি হাত তুলে দাঁড়াব না কেন? অনবদ্য।

  2. চমৎকার রচনাশৈলী

  3. সুন্দর

  4. এই শব্দ বিন্যাস … আমি মহেশ কালে র গান শুনতে শুনতে… পড়ছি ।।পড়লাম , গান থামিয়ে পড়লাম …তারপর আবার গান টা চালিয়ে দিলাম।

Leave a Reply

Skip to toolbar