তিনটি কবিতা
ভ্রমণ কক্সবাজারে আগেও এসেছি। আমার এক আর্টিস্ট বন্ধু থাকে কক্সবাজারে। ভিন্ন গ্রহের প্রাণীর নামে নাম। একটার পর একটা হোটেল সমুদ্রের পাড়ে। ওর মারমেড নামে একটা ক্যাফে আছে। আমেরিকা, রাশিয়া, জাপান থেকে প্রচুর পর্যটক আসে। + সস্তা হোটেলের সংখ্যাও অনেক। সারি সারি দোকান, রেস্তোরাঁ। এখানে একটা দারুণ সাজানো বাজার আছে পর্যটকদের জন্য। উঁচু উঁচু আকাশ ছোঁয়া হোটেলের ছড়াছড়ি। দু-এক বছর পরপরই এই জায়গার স্কাই লাইন দ্র... »