খালি আন্দার আর আন্দার

খালি আন্দার আর আন্দার

হামাগোরে জন্যি কি থুয়ে যাচ্চো বার‌্যা
খালি হাত আর পাও লিয়ে কদ্দুর আর দৌড়োমু
ইংকে খালি হাত লিয়ে তালি বাজালে
হামরা তো মানসের কাছে কদি লাত্থিই খামু
যেদিক দিয়ে হাঁটপের যামু
সেদিকে খালি উষ্টোই খামু
+
হামাগেরে জন্যি কি থুয়ে যাচ্চো বার‌্যা
এনা ভিউও তো থুয়ে যাচ্চো না
যেটি এনা করলের আবাদ করে খামু
দুডে গরু লিয়ে মই দিমু
ধান লাগামু, আলু লাগামু
যেডে লিয়ে ট্রাকোত করে
কারওয়ান বাজারোত খ্যাপ মার‌্যা আসমু
+
হামাগোরে জন্যি কি থুয়ে যাচ্চো বার‌্যা
এনা হাঁটার জাগাও থুয়ে যাচ্চো না
এনা সুল্টিও থুয়ে যাচ্চো না
যে সুল্টি দিয়ে হামরা বার‌্যা বার হমু-
হামাগোরে সোল পোল
এনা হাওয়া খাব্যার জন্যি বার হবি
হামাগোরোক ইংকেই বেন্নে বান্যা থুয়ে যাচ্চো
হামাগোরোক দেকলেই মানসে মুখের উপর ছ্যাঁপ ছিটেপি
মানসেরা গুঁইসাপের লাগানতি আচরণ করবি
+
হামাগোরে জন্যি কি থুয়ে যাচ্চো বার‌্যা
লদীর এত বড় বড় আফাল ক্যাং কর‌্যা সামলামু
ঝরি আসলে কুন্টি মাথা লুকোমু
হামাগোরে তো ছাদ নাই
খেরির ঘরটাও খেড় দিয়ে ছাওয়া নাই
হামরা লিত্তিদিনই ওদোত ভিজমু?
+
সামনে হ্যালের সুম পড়িচ্চে
ফিনেফিনে হ্যালে দাঁতের মাড়ি লাগে আসপি
আকাশোত থাক্যা ওশ পড়বি
তখন হামরা লিজেক ক্যাং করে সামলামু
নাকি হামরা লেপের মধ্যে কুকড়ি মার‌্যাই থাকমু?
লাড়ে দিমু না কাপড়, দিমু না লজর কুনুদিকে
হামরা জন্মই লিছি নাকি ভিউ ফাটে।
+
হামাগোরে জন্যি কিচ্চু খোলা নাই
খালি আন্দার আর আন্দার
হামরা না খায়্যা থাকলেও
হামাগেরে জন্যি কেউ নাই কান্দার
হামাগেরে সামনে খালি আন্দার আর আন্দার।

Loading

জন্মঃ নভেম্বর, ১৯৮৩, বগুড়া। প্রকাশিত কবিতার বই: খড়ের কাঠামো, সকল প্রকৃতি জঙ্গলে বসে থাকে। সম্পাদনা: শূন্যের করতালি (প্রথম দশকের কবিতা সংকলন) স্বাধীনতা পরবর্তী বাংলা কবিতার সংকলন (কীর্তিকলাপ, অনলাইন ভার্সন, লিংক, www.kirtikolap.com) যোগাযোগ: [email protected]

9 Comments

  1. অসাধারণ লেখনী।

  2. অসাধারণ লেখনী।মন্তব্য করার ভাষা জানা নাই।

  3. চমৎকার

  4. কবিতাটি অনেক সুন্দর। গভীর উপলব্ধিময়। তৃণমূল জনসাধারণের সুখ দু:খের অনুভূতিগুলো আঞ্চলিক ভাষায় খুব সুন্দরভাবে পরিস্ফুট হয়েছে। অনেক ধন্যবাদ।

  5. খুব ভালো লাগলো।

  6. সুন্দর লি‌খে‌ছেন।

  7. অসাধারণ উপলব্ধি। অনিন্দ্য সুন্দর অনুভূতির একটি কবিতা। খুব ভালো লাগলো।

  8. “খালি আন্দার আর আন্দার
    হামরা না খায়্যা থাকলেওহামাগেরে জন্যি কেউ নাই কান্দার
    হামাগেরে সামনে খালি আন্দার আর আন্দার।” চমৎকার লিখেছেন শেষাংশটুকু। নিজের প্রয়োজন মেটাতে মেটাতে ভুলে যাই মাটি ও মানুষের কথা। ধন্যবাদ লোকজ জীবনযাত্রা ও তাদের সুখ-দুঃখ কবিতার সুরে তুলে ধরার জন্য।❤️

  9. আমাদের জন্য আর কিছুই রইল না; যা আছে তাও পাব না। তবুও আশা হারাবো না। ধন্যবাদ এত দারুণ একটি কবিতা শেয়ার করার জন্য।

Leave a Reply

Skip to toolbar