সৌন্দর্যের ডাহুক ডাক
সুবিমল মিশ্র—লেখা প্রকাশ বিষয়ে হৃদরোগে ও বয়সজনিত অসুস্থতায় সুবিমল মিশ্র মারা গেলেন ৮ ফেব্রুয়ারী, ২০২৩ ভোর ৪টা ৫০-এ। জন্ম হয়েছিল ২০ জুন, ১৯৪৩। তখন ব্রিটিশ ভারত। দেশ ভাগ বা নতুন দেশের জন্মের সময় তাঁর বয়স ছিল চার বছর মাত্র। বলা যায় একটা নতুন দেশের প্রথম থেকেই তিনি ছিলেন, সেই দেশটা তাঁকে সারাটা জীবন একটা অসুখী, ক্রুদ্ধ ও হতোদ্যম, রাগী ও হতাশ ব্যক্তিত্বে পরিণত করেছিল। থেকে গেলেন সুখভোগের দূরে, নিজের... »