কবি সুভাষ মুখোপাধ্যায়ের অসমাপ্ত আত্মজীবনী (পর্ব ৬ থেকে ১০)
৬প্রমিত বাংলা ভাষা সুভাষের পূর্বপুরুষরা, রবীন্দ্রনাথের মতোই বৃহত্তর খুলনা-যশোরের মানুষ, পরবর্তীতে বিবাহসূত্রে নদীয়ার কৃষ্ণনগর ও দর্শনা অঞ্চলে ছড়িয়ে পড়েছিলেন। বাবার আবগারি চাকুরিসূত্রে শিশু-কিশোর সুভাষের এক মধুময় সময় কেটেছে উত্তর বঙ্গের নওগাঁতে, গাঁজা গোলায়। তখন ব্রিটিশের হাত থেকে ভারতকে মুক্ত করতে উঠে পড়ে লেগেছে বাঙালিরা। নেতাজী সুভাষচন্দ্র বসু তখন স্বাধীনতাকামীদের কাছে মঙ্গল তারকা। সুভাষ ... »