শীতের দিন
আমাকে টানছে না আর শীতের অরণ্য ওক ছায়ারা; ঘুমপাহাড়ের নিচে তোমার মতো হে বিরহী যক্ষ নাকি মেষপালক আমিও কবে হারিয়ে ফেলেছি রোদ কয়েন! চতুদ্দিসে মনোটোনাস শীতকাল রিলকে ট্রামে-ওয়ালে নোটিফিকেশন জুড়ে উড়ছে শীতের পাতা; কেমন বয়স্ক সব দিন পার হচ্ছে ঝাড়খণ্ড হয়ে নদীয়ার দিকে ডালিম বিচির মতো একেকটা রাত দেখো কীভাবে নেমে পড়েছে ম্যারাথন ট্র্যাকে। + + + ©সূচনা বড়ুয়া। কবিতাটি ‘উইডের তালে তালে কয়েকজন সন্ধ্যা’ (প্রকাশক: উড়ক... »